আগামী ১৭ আগস্ট থেকে ০৬ সেপ্টেম্বর পর্যন্ত নতুন ভোটার হালনাগাদ চলবে। যাদের জন্ম ০১ জানুয়ারি বা তার পূর্বে তারা ভোটার হতে পারবেন।
১। জন্ম সনদ বাংলা ও ইংরেজী।
২।জন্ম নিবন্ধন অনলাইন ভেরিফাই/যাচাই কপি।
৩।পিতা ও মাতার এনআইডি কার্ডের ফটোকপি।
৪। শিক্ষগত সনদ (যদি থাকে)
৫। পাসপোর্ট এর কপি ( যদি থাকে)
৭।নাগরিক সনদ
৮। বিদুৎ বিলের কাজগ
৯। হোল্ডিং/চৌকিদারী ট্যাক্সরের রশিদ
১০। জমির পরচার ফটোকপি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস